বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » করোনাভীতি, বাংলাদেশে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের ১০ ক্রিকেটার


করোনাভীতি, বাংলাদেশে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের ১০ ক্রিকেটার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০২০


ডেস্ক রিপোর্টঃ

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার না থাকায় ক্রেইগ ব্রাথওয়েটের কাঁধে টেস্টের নেতৃত্ব তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে জেসন মোহাম্মদকে। নিয়মিত দলের অনেকেই নাম প্রত্যাহার করে নেওয়ায় উইন্ডিজের দল দুটিতে সুযোগ হয়েছে বেশ কয়েকজন নতুন মুখের।

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট এবং ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (উইসিবি)। করোনাকালীন সফর হওয়ায় জেসন হোল্ডার, কাইরন পোলার্ডসহ উইন্ডিজের ১০ জন ক্রিকেটার সফর থেকে নাম পত্যাহার করে নিয়েছেন। ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডরিচ ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে আসবেন না।

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার না থাকায় ক্রেইগ ব্রাথওয়েটের কাঁধে টেস্টের নেতৃত্ব তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে জেসন মোহাম্মদকে। নিয়মিত দলের অনেকেই নাম প্রত্যাহার করে নেওয়ায় উইন্ডিজের দল দুটিতে সুযোগ হয়েছে বেশ কয়েকজন নতুন মুখের।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জেরমাইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়নে মোসলে, বীরসাম্মি পারমল, কেমার রোচ, রেমন রেফার ও জমেল ওয়ারিকান

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জোশুয়া ডা সিলভা, জাহার হ্যামিল্টন, কেমার হোল্ডার, আকেল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রেফার, রোমারিও শেফার্ড ও হেডেন ওয়ালশ জুনিয়র।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি