শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হাসপাতালে ভর্তি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০২১

স্পোর্টস ডেস্ক:

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আজ শনিবার ( ২ জানুয়ারি) সকালে বাড়িতে জিম করছিলেন সৌরভ গাঙ্গুলি। এ সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তিনি মাথা ঘুরে পড়ে যান।

মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে সঙ্গে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ডা. সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ‘সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে ওর অবস্থা স্থিতিশীল রয়েছে।’

হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত সৌরভ গাঙ্গুলির অবস্থা স্থিতিশীল। এখনই উদ্বেগের কিছু নেই। তার শারীরিক সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে সৌরভ গাঙ্গুলির নিউরোলজিকাল বা কার্ডিওলজিকাল সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সব পরীক্ষার পরে তবেই হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে জানাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি