বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


সিলেট যাচ্ছেন নারী ক্রিকেট দল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০২১

স্পোর্টস ডেস্কঃ

গত বছরের ফেব্রুয়ারিতে ব্যাট-বল নিয়ে মাঠে নেমেছিলো বাংলাদেশ নারী দল। তাও আস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর দেশে ফিরে আর খেলার সুযোগ হয়নি। করোনা ভাইরাসের থাবায় মার্চ থেকে দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত হয়ে যায়। অক্টোবরে পুরুষ ক্রিকেট মাঠে ফিরলেও নারীরা সেই সুযোগ পায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় কয়েকজন নারী ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলনের সুযোগ পান। এখনো সারা বিশ্বে করোনা মহামারির আতঙ্ক। তবে সব শঙ্কা উড়িয়ে ৪ঠা জানুয়ারি সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ নারী দলের আনুষ্ঠানিক অনুশীলন।

৩ জানুয়ারি সকাল ৮টায় সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী ক্রিকেট দল। তার আগে ২ জানুয়ারি দলে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফসহ ৪৪ জনের করোনা পরীক্ষা করা হয়। সিলেটে এই অনুশীলন শুরু হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। এই অনুশীলন দিয়ে প্রাণ ফিরছে নারী ক্রিকেট দলে। বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ বলেন, ‘১০ মাসের বেশি সময় ধরে আমরা ক্রিকেট খেলতে পারছি না। ব্যক্তিগত অনুশীলনের যে সুযোগ তা কিন্তু সবাই পাচ্ছে না। আবার আমরা যারা সুযোগ পেয়েছি সেটিও নিয়মিত নয়। একজন ক্রিকেটার হয়ে আর ঘরে বসে থাকতে পারছিলাম না। তাই এই অনুশীলন আমাদের জন্য দারুণ স্বস্তির সংবাদ।’

আগামী জুনে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখেই শুরু হয়েছে নারী দলের এই মিশন। শুরুতে জাতীয় দলের ২৯ জন ক্রিকেটারকে এই ক্যাম্পে জন্য ডেকেছিল বিসিবি। তালিকায় যোগ হয়েছে আরো চার ক্রিকেটারের নাম। সবকিছু ঠিক থাকলে ও কোভিড-১৯ ফলাফল নেগেটিভ এলে রুমানারা আজই সিলেটে পৌঁছাবেন। গত বছর প্রধান কোচ অঞ্জু জৈনসহ সব কোচিং স্টাফ বিদায় নিয়েছেন। তখন থেকেই নারী দলের কোচের সন্ধান চলছে। শেষ পর্যন্ত ইংলিশ কোচ মার্ক রবিনসন নিতে পারেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্ব। তবে এখনো তার সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারেনি বিসিবি।

যে কারণে সিলেটে আজ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স। তাকে এই বছরের বিশ্বকাপ বাছাই পর্ব পর্যন্ত সহকারী কোচ হিসেবে নারী দলের দায়িত্ব দেয়া হয়েছে। এই বিষয়ে নয়া কোচ বলেন, ‘আসলে এবারই প্রথম নারী দলের দায়িত্ব পেয়েছি। মেয়েদের ক্রিকেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার নেই। সর্বশেষ আমি বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলাম। তবে এবার আমাকে বিসিবির গেম ডেভালপমেন্ট বিভাগ নারী দলের সহকারী কোচ করেছে। আমার কাছে পুরুষ বা নারী বলে কিছু নেই। আমি একজন ক্রিকেট কোচ, আমি আমার পরিকল্পনা মতোই কাজ করবো।’

জুনে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাই। এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের । ২০১১ থেকে তিন বার অংশ নিয়ে এই বাছাই পর্ব উৎরাতে পারেনি নারী দল। এবার শ্রীলঙ্কায় সেই আশা পূরণ হবে কিনা তা নিয়ে ডিকেন্স বলেন, ‘আমার চ্যালেঞ্জটা হলো নারী দলকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া। হ্যাঁ, আগে কখনো ওয়ানডে বিশ্বকাপে খেলেনি তাই চেষ্টা থাকবে যেন তারা এবার বাছাই পর্বে ভালো কিছু করতে পারে। তবে এখনই বলার সময় হয়নি। চেষ্টা থাকবে নিজের সেরাটা দিয়ে দলকে বাছাইয়ের জন্য প্রস্তুত করার।’ বিশ্বকাপে খেলার সুযোগ পেতে মুখিয়ে আছেন রুমানাও। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে কোয়ালিফাই করার। তার জন্য আমরা নিজেদের প্রস্তুত করবো। কারণ মাঠে লড়াই করতে না পারলে স্বপ্ন দেখে লাভ হবে না।’

অন্যদিকে ক্যাম্পে জৈব সুরক্ষা বলয়ের বিষয়ে বিসিবির নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেন, ‘সিলেটে আমাদের ক্যাম্প পরিচালিত হবে পুরোপুরি বায়ো বাবলের মধ্যে। কোচ থেকে শুরু করে কোনো ক্রিকেটার ক্যাম্প চলাকালে বাইরে যেতে পারবে না। সহকারী কোচ ডিকেন্সকে সাহায্য করবেন সিলেটের বিভাগীয় কোচ মোহাম্মদ ইমন। এছাড়াও আমাদের প্রধান নির্বাচক মঞ্জুরুল ইসলামও থাকবেন দলের সঙ্গে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি