মঙ্গলবার,১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ‘অধিকারের কথা বলা অপরাধ হলে আমিও অপরাধী, আমাকেও গ্রেফতার করুন’


‘অধিকারের কথা বলা অপরাধ হলে আমিও অপরাধী, আমাকেও গ্রেফতার করুন’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

‘মানুষের অধিকারে নিয়ে কথা বলা যদি অপরাধ হয়, আমিও সেই একই অপরাধে অপরাধী, আমাকেও গ্রেফতার করুন।’

সোমবার (৩ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সরকারবিরোধী আন্দোলনের সময় আটক ছাত্রদের ঈদের আগেই মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আটককৃত ওই ছাত্ররা কি কাউকে খুন করেছে, বলৎকার করেছে, চাঁদাবাজি বা ছিনতাই করেছে? তারা মানুষের অধিকারের কথা বলেছে, যৌক্তিক প্রতিবাদ করেছে। মানুষের অধিকারে কথা বলা যদি অপরাধ হয় আমিও সেই একই অপরাধে অপরাধী। আমাকেও গ্রেফতার করুন।’

তিনি আরও বলেন, ‘১৯৫২ সালে ছাত্ররা অধিকারের কথা বলেছে বলেই আমরা ভাষার অধিকার পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে। অনেক স্বৈরশাসক সরকারের পতন হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি