বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিঙ্গাপুর যাত্রায় সরকারের অনুমতির অপেক্ষায় খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০২১


ডেস্ক রিপোর্টঃ

বেগম খালেদা জিয়ার পরিবার তার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিতে চাইছেন। আর সিঙ্গাপুরের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও সম্পন্ন হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও তৈরি হয়ে আছে।

কিন্তু এখন শুধু সমস্যা হচ্ছে সরকারের অনুমতি। বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত এবং সরকারের বিশেষ বিবেচনায় জামিনে আছেন। কাজেই দেশের বাইরে যেতে হলে তার সরকারের অনুমতি নিতে হবে। সরকারের অনুমতি ছাড়া খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না।

সোমবার (০৩ মে) বেগম খালেদা জিয়ার ভাই শামীম এসকেন্দার সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়েছে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাই এই আবেদন পেয়েছেন কি না সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি।

বেগম জিয়ার পরিবার সূত্র জানায়, তারা আবেদন করেছেন এবং এই আবেদনের প্রেক্ষিতেই সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সরকার তার বিদেশে চিকিৎসার অনুমতি যদি দেয় তাহলে যেকোনো সময় বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি