শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আফগানিস্তানের কাছ থেকে যে কৌশলে পয়েন্ট ছিনিয়ে নিল বাংলাদেশ


আফগানিস্তানের কাছ থেকে যে কৌশলে পয়েন্ট ছিনিয়ে নিল বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০২১

স্পোর্টস ডেস্কঃ

গোল পোস্টে কারি কারি শট নিয়েই বা লাভ কী! যদি তাতে স্কোরই না আসে। তার চেয়ে বরং মাত্র ২৭ শতাংশ বল দখলে রেখেও যদি প্রতিপক্ষকে আটকে দেয়া যায়, সেটাই ভালো। আর এই কৌশল অবলম্বন করেই আফগানিস্তানের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ জুন) প্রতিপক্ষের সামর্থ্য বিবেচনায় জেমি ডের ৪-২-৩-১ ফরমেশন কাজ করেছে প্রথম মিনিট থেকেই। তপু, রাফিদের জমাট রক্ষণ আরো শক্তিশালী হয়ে উঠেছিল হোল্ডিং মিডফিল্ডে জামাল, জনির বদৌলতে। তবে দ্বিতীয়ার্ধে ছোট্ট ভুলের মাশুল ঠিকই গুনতে হয়েছে লাল-সবুজদের।

দল ভালো না করলে কৌশল বদলাতে হয়। প্ল্যান বি কিংবা সি তে গিয়ে চেষ্টা করতে হয়। কিছুটা দেরিতে হলেও সেই পথে জেমি হেঁটেছেন। মধ্য মাঠের সেনানী বদলে পাক্কা ফরোয়ার্ড নামিয়েছেন। গোল একট খেলেও যা, পাঁচটাও তাই। তবে প্রতিপক্ষের জাল খুঁজে পেলেই বাজিমাত।

যে দুটি ম্যাচে পয়েন্ট তোলার লক্ষ্য নিয়ে কাতার গেছে বাংলাদেশ সেটা আপাতত সফল। পরেরটায় ভারতের বিপক্ষে যদি জয় তুলে নেয়া যায় সেটা নিশ্চিতভাবেই হবে নিদারুণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি