বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আইপিএল স্থগিত টুর্নামেন্ট আবার শুরুর ঘোষণা, কোটি টাকার খেসারত দিচ্ছে সাকিব-মুস্তাফিজ


আইপিএল স্থগিত টুর্নামেন্ট আবার শুরুর ঘোষণা, কোটি টাকার খেসারত দিচ্ছে সাকিব-মুস্তাফিজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০২১

স্পোর্টস ডেস্ক:

করোনাকালীন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার মুস্তাফিজুর রহমান। এবারের আসরে কলকাতার হয়ে সাকিব এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন ফিজ। তবে করোনার থাবায় মাঝপথেই দেশে ফিরতে হয়েছে এই দুই তারকা খেলোয়াড়কে। ওদিকে স্থগিত থাকা টুর্নামেন্ট আবার শুরুর ঘোষণা দিয়েছে ভারত। কিন্তু টুর্নামেন্টের বাকি আসর খেলতে সাকিব-ফিজকে অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এর খেসারতও দিতে হচ্ছে দেশের এই দুই ক্রিকেটারকে।

বায়ো-বাবল ভেঙে পড়ায় টুর্নামেন্টের মাঝপথে একপ্রকার বাধ্য হয়েই স্থগিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু বন্ধ থাকা টুর্নামেন্টের বাকি অংশ ফের শুরুর সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এবার ভারতে নয়, ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আমিরাতে আয়োজিত হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি। এদিকে টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর নিজ দেশে ফেরত যান সাকিব-মুস্তাফিজসহ টুর্নামেন্ট খেলা বিদেশি ক্রিকেটাররা। এখন টুর্নামেন্টের বাকি অংশে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এরইমধ্যে বাংলাদেশের দুই তারকা সাকিব-মুস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে বিসিবি বস নাজমুল হাসান পাপন। ওই সময়ে দুজনেরই জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকায় বিসিবি ছাড়বে না জানিয়ে দিয়েছেন তিনি। সেক্ষেত্রে খেলতে না গেলে বেতন কাটা হবে সাকিব, মুস্তাফিজ আর কামিন্সদের। বিসিসিআইয়ের এক বোর্ড কর্তা জানিয়েছেন, বিদেশি ক্রিকেটাররা আমিরাতে আইপিএলের বাকি ম্যাচগুলি খেলতে না গেলে, তাদের বেতন কাটা যাবে। যতগুলো ম্যাচ তারা ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কাটিয়েছেন, চুক্তি মতো সেই পরিমাণ অর্থই পাবেন।

এদিকে শুধু বাংলাদেশ নয়, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে- তারা সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য ক্রিকেটারদের ছাড়বে না। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও নিয়ে সংশয় রয়েছে। এরমধ্যে প্যাট কামিন্স খেলতে যাবেন না বলে জানিয়ে রেখেছেন।

যেহেতু আইপিএলের চুক্তিতেই রয়েছে, কোনও ক্রিকেটার দলের সঙ্গে থাকাকালীন চোট পেলেও তাকে পুরো অর্থ দেওয়া হবে। বিসিসিআই কোনও কারণে টুর্নামেন্ট আয়োজন করতে ব্যর্থ হলেও তারা চুক্তির পুরো অর্থ পেয়ে যাবেন। তবে যদি ক্রিকেটাররা কোনও কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান, তবে যতগুলি ম্যাচে তারা দলের সঙ্গে ছিলেন, সে অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে।

এবারের আসরে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ান কলকাতা নাইট রাইডার্স এবং ১ কোটি রুপিতে মুস্তাফিজকে কেনে রাজস্থান। অর্থাৎ যদি নিয়ম মানা হয় তবে দু’জনেরই অর্ধেক পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি