শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কবিতা-“প্রেমিকের আত্মবশ”- “আরিফ আজগর”


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০২১

        

       প্রেমিকের আত্মবশ

                                     –আরিফ আজগর

জলের আবার কোন রঙ হয় নাকি?
যেখানে পৌঁছোয়, সেখানকার পরিবেশ বুকে ধরে ব্যাখ্যা করে জাগতিক জীবনযাপন ;
আমিও ঠিক তোমার মনে মিশে গিয়ে –
এঁকে যাচ্ছি জীবনের শিল্প সকল,
এখন আমার নিজস্ব কোনো রঙ নেই, নিজস্ব আকার নেই;
উন্মুক্ত আকাশের মতো ভেসে যাচ্ছি অন্তহীন!
পরিচর্যার সমস্ত পঞ্জিকা তুলে রেখে-
এখন শুধু তোমার হাসিতে ভালো থাকি,
ভিজে চুল, আর তার বিবর্ণ গন্ধে ভুলে যাই বিষাদের নগ্ন কথন;
দুর্ভিক্ষের দিনে ফেলে আসা-
বহুতল ব্যথার ভবন ভেঙে দিয়ে তাকিয়ে থাকা- চোখদুটোয় –
যেন কোন ঘর-গেরস্থালীহীন পথিকের বেঁচে থাকার কেবলমাত্র রম্য সম্বল!
আমার বয়োবৃদ্ধ কলমে এর বেশি আর কোনো কালি নেই,
যতটুকু আছে পলিমাটি এই শস্যের প্রান্তর জুড়ে,
তিলটুকুও করিনি সঞ্চয়;
যদি বলো, হয়নি সিদ্ধি অতটুকু সমস্ত বিজাতি সাধণার,
কিংবা যদি অপূর্ণ থাকো ধ্যান-জ্ঞানে;
তবে এইসব বাগদানের আগে আমার মৃত্যু হোক-
মৃত্যু হোক প্রেমিকের উদ্যত প্রেমিকের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি