“ছুঁয়ে যাবো সবিস্তর”
–আরিফ আজগর
যেদিন তোমার চুল ছুঁয়ে দেবো,
সেদিন নক্ষত্রেরা ছোঁবে তোমায়,
আদম পাহাড়ের দুর্গম চূড়ায় বসতি গড়া-
সেই দুর্লভ পদচিহ্ন ছোঁবে তোমায়।
তোমার সামনে ফুলগুলো হয়ে যাবে বাঁশি,
ফুলের গন্ধ নিতে গিয়ে বেজে উঠবে বাঁশিটির সর্বোচ্চ সুর,
সুরের মাদকতায় পৃথিবী সেদিন নাঙলা উৎসবে ফুঁসে উঠবে।
পথে পথে নেমে আসবে জাগতিক দুঃখ সকল,
সুখ হয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষায়-
দলে দলে স্লোগান দিয়ে তোমার পায়ে এসে পড়বে।
শিশুর মতো ডুকরে কেঁদে বলবে – আমাদের হত্যা করো…।
সেদিন আকাশ হয়ে উঠবে সবুজ,
মাঠেদের মতো করে, একের পর এক-
শস্য’র অঙ্কুরোদগম ঘটিয়ে বিপ্লব ঘটাবে ফসলের, এমনকি সবুজের।
তুমি অনন্ত উচ্ছ্বাসে জ্বলে উঠবে, ঠিক- রাত্রিকালীন তারাদের মতো!
তোমার চোখে উসমানীয় সাম্রাজ্যের প্রতিচ্ছবি ভেসে উঠবে,
দেখতে পাবে মোঙ্গল সৈন্যদের ইতিহাস গড়া পতন।
তোমাকে ভাসাতে জানালায় জেগে রবে চাঁদ,
তুমি হাসনাহেনার গন্ধকে সেদিন অবাঞ্ছিত করে-
গ্রহণ করবে দেশীয় পুষ্পের ঘ্রাণ!
বলে রাখা ভালো,
সেদিন তোমার নিজের ছায়াকে কোনো যুদ্ধে পাঠাবে না আর,
যুদ্ধে কতো রক্তপাত হয়, মানুষ মরে, অক্ষরে অক্ষরে মৃত্যুর ঘ্রাণ!
তুমি শান্তিচুক্তির মাধ্যমে সেদিন সকল যুদ্ধের যুদ্ধবিরতি করবে।
সাম্প্রদায়িক দাঙ্গার বিষদাঁত ভেঙে তুমি,
পৃথিবীর বায়ুমন্ডল করবে কোমল।
যেমন নদীর তীরে বসে রাখাল বাঁশি বাজায়, মাছেরা তার সুর শোনে,
জলের মতো করে জল হয়ে তুমি-
সেদিন বুকে ধরবে তেমন শ্রোতা মাছ, পাড়ে ধরবে এমনই এক রাখাল।
যেদিন তোমার চুল ছুঁয়ে দেবো, যেদিন….।