শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা »  দুটো হাত নেই, তবুও সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ পেলেন


 দুটো হাত নেই, তবুও সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ পেলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০২১

স্পোর্টস ডেস্ক:

চাইনিজ ঝ্যাং তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায়। টোকিও প্যারালিম্পিকে চারটি স্বর্ণ নিজের করেছেন। ২ হাত না থাকায় মানুষের মনও জয় করেছেন চীনের এই সাঁতারু।

ছোট বেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হাতই হারাতে হয় ঝ্যাংকে। তবু এবারের আসরে ফ্রি স্টাইল, ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ও ফ্রি স্টাইল রিলে ইভেন্টে দাপটের সঙ্গে স্বর্ণ জিতেছেন। আকর্ষণীয় বিষয়টি হচ্ছে বিশ্ব পর্যায়ে অথবা প্যারালিম্পিকে তার প্রতিটি জয়ই রেকর্ড। টোকিওতে চলমান প্যারালিম্পিকে গেল বুধবার (১ সেপ্টেম্বর) ৫০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে ঝ্যাং জিতে নিয়েছেন স্বর্ণ। যা চীনের ইতিহাসের ৫০০ তম স্বর্ণ পদক। ১৯৮৪ সালে নিউইয়র্ক প্যারালিম্পিক থেকে প্রতিবারই অংশ নিয়েছে দেশটি।

ইভেন্ট শুরুর আগে জানতাম এটাই আমার শেষ টোকিওতে শেষ রেস। আমার কোনও অনুশোচনা নেই। আমি মনে করি এটা ছিল জীবনের অন্যতম সেরা রেস। স্বর্ণ জেতার বলেন তিনি।

এই ঘটনার ২ দিন আগেই ৫০ মিনিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে অংশ নেন চীনের ইউনান প্রদেশে জন্ম নেয়া অ্যাথেলেট। হাত নেই রেস শুরুর আগে মুখ দিয়ে একটি শিট ধরে রাখতে দেখা যায় তাকে। তার পরই পা দিয়ে ঠেলে শুরু করেন রেস। ৩১.৪২ সেকেন্ডে রেস জিতে নিয়ে গড়েন বিশ্ব রেকর্ড। অশ্রুভেজা চোখে ভিডিও কলে ২ বছর বয়সী মেয়ে সন্তানকে বলছিলেন, দেখ আমার একটিও হাত নেই। তবু দ্রুত সাঁতার কাটতে সক্ষম আমি।

বিবিসি জানাচ্ছে, চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝ্যাং তাওকে সত্যিকারের অনুপ্রেরণা’ এবং ‘গর্বের উৎস’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। টোকিওতে যাওয়ার আগে প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার সাঁতার কেটে নিজেকে প্রস্তুত করতেন ৩০ বছর বয়সী এই সাঁতারু।

১৩ বছর বয়সে সুইমিংয়ের সঙ্গে নিজেকে জড়ান। তার ৬ বছরের মাথায় নেদারল্যান্ডসে হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেখা যায় তাকে। ২০১২ সালে লন্ডন প্যারালিম্পিকে পা রাখেন। এতে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে স্বর্ণ জিতে দেশে ফেরেন। ৪ বছর পর রিও প্যারালিম্পিকেও স্বর্ণ জয় করেছেন। এই পর্যন্ত তার ঝুলিতে নয়টি প্যারালিম্পক পদক রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি