বুধবার,১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভালো উইকেটে খেলতে ভয় পেলে বিশ্বকাপে যাওয়ার অর্থ কী


ভালো উইকেটে খেলতে ভয় পেলে বিশ্বকাপে যাওয়ার অর্থ কী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০২১

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতার নিউজিল্যান্ডের সঙ্গেও একই সাফল্যের হাতছানি। আজ (রবিবার) জিতে গেলেই ২ ম্যাচ হাতে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশ দলের।

এখন প্রশ্ন হলো এই ম্যাচটিতে কেমন উইকেটে খেলা হবে? যেমন পিচে কিউইদের ৬০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ? নাকি শুক্রবার যেমন পিচে ১৪১ করে প্রায় হারার উপক্রম হয়েছিল সেই পিচে? এ কৌতূহলি প্রশ্ন এখন অনেকের মনে।

তবে দেশের অন্যতম সিনিয়র ক্রিকেট কোচ সারোয়ার ইমরানের প্রশ্ন ভিন্ন। তার সোজা কথা, দ্বিতীয় ম্যাচ যে রকম উইকেটে খেলা হয়েছে, তার চেয়েও ভাল এবং ‘ট্রু’ উইকেটে খেলা হওয়া দরকার।

এ ক্রিকেট প্রশিক্ষকের সোজা সাপটা প্রশ্ন, নিউজিল্যান্ডের এই ভাঙাচোরা, দুর্বল ও আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ এক ঝাঁক ক্রিকেটারে গড়া দলের বিপক্ষে কোন পিচে খেলা হবে, তা নিয়ে এতো ভাবাভাবির কী আছে?

ইমরান ঝাঁঝালো কণ্ঠে জানতে চান, ‘নিউজিল্যান্ডের এই দলের সঙ্গে যদি আমরা ঘরের মাঠে ভালো ও ট্রু উইকেটে খেলতে ভয় পাই, তাহলে আমরা কেন ও কী জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছি? নিউজিল্যান্ডের এই দলের সঙ্গে অন্তত ভালো টি-টোয়েন্টি উইকেটে খেলা উচিত ছিল।’

ইমরানের পরামর্শ, ‘এ উইকেটে খেললে চলবে না। টি-টোয়েন্টির উইকেট বানাতে হবে। সিরিজের বাকি ম্যাচগুলো তুলনামূলক ভালো উইকেটে খেলার ব্যবস্থা করা উচিত। তাতেই লাভ হবে, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে ভালো করতে পারব। আমি মনে করি, অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয় নিশ্চিতের পরেই ভাল উইকেটে খেলা উচিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত একই উইকেটে খেলা হলো।’

তিনি শেষ করেন এভাবে, ‘হ্যাঁ আমাদের হোম অ্যাডভান্টেজ থাকবেই। উইকেট একটু স্লো থাকবে, খানিক নিচুও হবে বল। কিন্তু তাই বলে এতটা, তা স্বপ্নেও ভাবিনি। এখনো সময় আছে অন্তত শেষ ২ ম্যাচ অতি অবশ্যই টি-টোয়েন্টি অনুকূল উইকেটে খেলা দরকার।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি