বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় চলন্ত বাস থেকে নামিয়ে চেকারকে পিটিয়ে হত্যার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় চলন্ত বাস থেকে নামিয়ে এক চেকারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম বোরহান উদ্দিন ভূঁইয়া।

মঙ্গলবার রাতে সিলেট-কুমিল্লা মহাসড়কের বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নে শরীফপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে বুধবার সকাল থেকে পরিবহণ শ্রমিকরা সড়কে বিক্ষোভ মিছিল করছে।

নিহত বোরহান দেবিদ্বার উপজেলার ফুলতুলি গ্রামের বাসিন্দা। তার স্ত্রী পারভীন আক্তারের দাবি, ঢাকার একজন গাড়ির মালিকের সঙ্গে কিছু দিন ধরে তার বিরোধ চলে আসছিল। এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার রাতে তিশা পরিবহণের একটি বাস থেকে নামিয়ে কয়েকজন শ্রমিক ও সন্ত্রাসীরা চেকার বোরহানকে এলোপাতাড়ি পিটিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বোরহানের স্ত্রী কয়েকজনকে আসামি করে বুধবার বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন।

এ ঘটনায় অপরাধীকে গ্রেফতার ও বিচার দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও সমাবেশ করবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পরিবহণ বাস মালিক-শ্রমিকরা।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, হাসপাতাল থেকে বোরহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করব ইনশাআল্লাহ। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি