শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাসায় বসে খুব সহজে তৈরি করুন স্বাস্থ্যসম্মত ভেজিটেবল ফ্রাইড রাইস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০২.২০২২

লাইফ স্টাইল ডেস্ক:

সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন সবজি খাওয়া জরুরি। আজ আমরা জানাব, কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রান্না করবেন ভেজিটেবল ফ্রাইড রাইস।

রান্নাবিষয়ক অনুষ্ঠান উইকলি নিউ রেসিপির একটি পর্বে ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. চার টেবিল চামচ সয়া সস

২. এক চা চামচ গোলমরিচের গুঁড়ো

৩. এক কাপ গাজরকুচি

৪. ১০০ গ্রাম বাটার

৫. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি

৬. দুটি ডিম

৭. এক কাপ বরবটিকুচি

৮. এক কাপ বাঁধাকপিকুচি

৯. স্বাদমতো লবণ

১০. তিন টেবিল চামচ ক্যাপসিকামকুচি

১১. এক চা চামচ কাঁচামরিচকুচি

১২. এক কাপ সেদ্ধ চাল

প্রস্তুত প্রণালি

প্রথমে সসপ্যানে বাটার দিন। এতে পেঁয়াজকুচি ও ডিম দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে বরবটিকুচি, বাঁধাকপিকুচি, কাঁচামরিচকুচি, লবণ, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, গাজরকুচি, ক্যাপসিকামকুচি ও সেদ্ধ চাল দিয়ে রান্না করুন।

রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। সেই সঙ্গে জেনে নিন পোড়া বাড়ির চমচম বানানোর রেসিপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি