শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১৫ মিনিটেই তৈরি করুন চকলেট ব্রাউনি কুকি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০২২

লাইফস্টাইল ডেস্ক:

কুকি খেতে কে না পছন্দ করে। ছোট থেকে বড় সবাই মুখে তোলেন কুকি। আর তা যদি হয় চকলেট ব্রিউনি তাহলে তো কথায় নেই।

সাধারণত বিভিন্ন কনফেকশনারি থেকেই কুকি কিনে খান সবাই। তবে চাইলে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে পারেন চকলেট ব্রাউনি কুকি।

মাত্র ৫টি উপকরণ দিয়ে ১৫ মিনিটেই তৈরি করে নেওয়া যায় সুস্বাদু এই কুকি। চলুন তবে জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি-

উপকরণ

১. মাখন ৭০ গ্রাম (গলানো)
২. চিনি গুঁড়া ১৫০ গ্রাম
৩. চকলেট ১৫০ গ্রাম (গলানো)
৪. ডিম ২টি ও
৫. কোকো পাউডার ৩০ গ্রাম।

পদ্ধতি

প্রথমে চিনি ও মাখন ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ সাদা হয়ে যায় ততক্ষেই ফেটিয়ে যেতে হবে।

এরপর মাখনের মধ্যে মিশিয়ে দিন ডিম। আবারও ফেটিয়ে নিতে হবে। এর কিছুক্ষণ পর দিয়ে দিন চকলেট। সবশেষে মিশিয়ে নিন কোকো পাউডার।

ব্যাস কুকি বানানোর মিশ্রণ তৈরি। এবার বেকিং ট্রেতে একটি চামচের সাহায্যে কুকির মতো গোল করে সাজিয়ে দিন। কিছুটা ফাঁকা রেখে রেখে বসাবেন।

আর কুকির মিশ্রণ বসানোর আগে বেকিং ট্রেতে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। এতে কুকিগুলো আটকে যাবে না।

সবশেষে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫ মিনিট বেক করুন কুকিগুলো। ব্যাস তৈরি হয়ে চকলেট ব্রাউনি কুকি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি