শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ইরানে ভয়াবহ বন্যায় নিহত ৮০, নিখোঁজ ৩০


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানজুড়ে ভয়াবহ বন্যায় অন্তত ৮০ জন নিহত এবং ৩০ জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ফ্রান্স২৪।

খবরে বলা হয়, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযান শেষ হলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মেহেদি ভ্যালিপুর জানান, ইরানের ৩১টি প্রদেশের ১৮টিতেই বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যায় ৪০০টির মতো শহর ও গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মহাসড়ক বন্যার পানির কারণে বন্ধ হয়ে গেছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মেহেদি ওয়ালিপুর জানান, গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত ইরানের ২১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে লোরেস্তান, চাহারমহাল, বাখতিয়ারি, ইস্পাহান ও তেহরান প্রদেশ। গতরাতে এইসব প্রদেশে বন্যায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য তেহরানের গভর্নরকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পাশাপাশি জরুরি সংকট মোকাবিলায় গঠিত হেডকোয়ার্টারকে বন্যাকবলিত এলাকার লোকজন সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি