শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


শিশুদের মতো দেখতে হওয়ায় কাজ জুটছে না ২৭ বছরের যুবকের!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

বয়স ২৭ বছর। পরিবারের দায়িত্ব পালন করার চাপও আসছে। কিন্তু কিছুতেই চাকরি জোগাড় পারছেন না তিনি। যে সংস্থাতেই যান শুনতে হয়, তিনি নাকি দেখতে শিশুদের মতো। সে জন্যই তার চাকরি হচ্ছে না বলে অভিযোগ করেছেন ওই যুবক। একটি ভিডিওতে চাকরি না পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। এরপরই ওই যুবকের পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা।

জানা গেছে, ২৭ বছরের ওই যুবকের নাম মাও শেং। চীনের গুয়াংদং প্রদেশের বাসিন্দা তিনি। সম্প্রতি টিকটকে একটি ভিডিও করেছেন তিনি। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানেই তিনি জানিয়েছেন নিজের সমস্যার কথা।
সেই ভিডিওতে তিনি জানিয়েছেন, সম্প্রতি প্রচুর খুঁজেও কোনও কাজ জোটাতে পারেননি তিনি। এ ব্যাপারে শেং বলেছেন, কাজ খুঁজতে আমার সমস্যা হচ্ছে আমি যেমন দেখতে তা নিয়ে। সবাই বলে আমি শিশুদের মতো দেখতে। সেটাই আমার সমস্যা। সে জন্যই কোনও কাজ পাচ্ছি না আমি। পরিবারকে সাহায্য করতে পারছি না।

শেং আরও জানিয়েছেন, কয়েক মাস আগে তার বাবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই আর কাজ করতে পারেন না তিনি। এরপর মা ফের বিয়ে করলে পরিবারকে সাহায্য করার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। কিন্তু শিশুদের মতো দেখতে হওয়ায় কাজ জুটছে না তার। নিজের বক্তব্যের প্রমাণে পরিচয়পত্রও দেখিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে শেংয়ের জন্ম ১৯৯৫ সালে।

শেংয়ের এই কাহিনি শুনে তাকে সহানুভূতি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার তার বয়স নিয়েও সমালোচনা করতে ছাড়েননি। এক নেটিজেন যেমন লিখেছেন, আশা করি আপনি চাকরি পেয়ে যাবেন। যোগ্যতায় মুখ্য বাকি সব নয়। কেউ লিখেছেন, তাকে দেখে হাসাহাসি করা ঠিক নয়। তার চাকরির খুব দরকার। তার পাশে থাকা উচিত। তবে এক নেটিজেন আবার লিখেছেন, তোমার বয়স ২৭ বলে মনে হচ্ছে না। দেখতে এবং গলা শুনে কোনও ভাবেই তা মনে হচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি