শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


জাপানি চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিল মায়ানমার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

তরু কুবোতা (২৬) নামে জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা শাসিত একটি আদালত।

মিয়ানমারের ইয়াঙ্গুনে গত জুলাইয়ে বিক্ষোভ চলাকালে তরু কুবোতাকে গ্রেফতার করা হয়েছিল। খবর সিএনএনের।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদ্রোহ ও যোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগে জাপানের ওই চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন সামরিক জান্তার আদালত।

মিয়ানমারের ইয়াঙ্গুনে গত জুলাইয়ে বিক্ষোভ চলাকালে তরু কুবোতাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘন এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ আনার খবর প্রকাশ পেয়েছিল।

কুবোতার আইনজীবীর বরাত দিয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, গত বুধবার কুবোতাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৩ বছর এবং টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া কুবোতার অভিবাসন আইন লঙ্ঘনের শুনানি আদালত আগামী ১২ অক্টোবর ধার্য করেছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, কুবোতার মুক্তির জন্য আমরা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

উল্লেখ্য, একটি প্রমাণ্য অনুষ্ঠান নির্মাণের জন্য গত কয়েক বছর ধরে জাপানি এ চলচ্চিত্র নির্মাতা মিয়ানমারে অবস্থান করছিলেন।

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এর পর থেকেই দেশটিতে বিক্ষোভ-প্রতিবাদে অস্থিরতা বিরাজ করছে।

সেনাবাহিনীও কঠোরভাবে এসব আন্দোলন-বিদ্রোহ দমন করছে। ভিন্নমত দমন করতে জান্তা সরকার হাজার হাজার রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ছাত্র, সাংবাদিক এবং বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি