বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জাপানে যে রেকর্ড গড়তে যাচ্ছেন বাইডেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা করে যুক্তরাষ্ট্র। এর পর সাত দশক পার হলেও কোনো মার্কিন প্রেসিডেন্ট নাগাসাকিতে সফর করেননি। এবারেই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শহরটিতে সফর করে রেকর্ড করতে যাচ্ছেন বাইডেন।

জাপানের হিরোশিয়ায় আগামী বছর ১৯-২১ মে গ্রুপ অব সেভেনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে অংশ নিতে জাপানে যাবেন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ সম্মেলনের পর অথবা আগে নাগাসাকিতে সফর করবেন বাইডেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘পারমাণবিক অস্ত্রবিহীন বিশ্ব’ হবে এবারের সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়।

এর আগে ২০১৬ সালে হিরোশিমায় সফর করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তখন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ফুমিও কিশিদা। তবে নাগাসাকিতে এখনো কোনো মার্কিন প্রেসিডেন্ট সফর করেননি।

প্রসঙ্গত, ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় ‘লিটলবয়’ নামক পারমাণবিক বোমা হামলা করে য্ক্তুরাষ্ট্র। আর ৯ আগস্ট নাগাসাকিতে ‘ফ্যাটম্যান’ নামক পারমাণবিক বোমা হামলা চালায় দেশটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি