শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটন সফরে যাচ্ছেন। তিনি এখন যুক্তরাষ্ট্রের পথে বিমানে রয়েছেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া তার দেশে আক্রমণের পর এটা জেলেনস্কির প্রথম কোনো বিদেশ সফর।

জেলেনস্কির সফর নিয়ে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রতিনিধি পরিষদ কংগ্রেসে বক্তব্য দেওয়ার আগে জেলেনস্কি হোয়াইট হাউসে যাবেন।

এদিকে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়াশিংটন সফর থেকে ভালো কিছু আসবে না। রাশিয়া ইউক্রেনের সঙ্গে কোনো শান্তি আলোচনাও দেখছে না বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনে পশ্চিমাদের অব্যাহত সমরাস্ত্র সরবরাহ সংঘাত আরও গভীর করবে। এটা কিয়েভকে উল্টো বিপদে ফেলবে।

পেসকভ বলেন, সমরাস্ত্র সরবরাহ অব্যাহত আছে এবং এটা ক্রমশ বিস্তৃত হচ্ছে। এটা অবশ্যই পরিস্থিতির অবনতি ঘটাবে। এটা ইউক্রেনের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি