রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বার্সেলোনায় ফিরতে মেসিকে মানতে হবে ৩ শর্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০২৩

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে যখন ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি, মেনে নিতে পারেনি কেউই। হতবাক হয়ে যায় গোটা দুনিয়া। মেসি পিএসজিতে যাওয়ার পর থেকে বহুবার গুঞ্জন উঠেছে, বার্সেলোনায় ফিরে আসবেন তিনি। বলা হলেও আসা হয়নি। সেই গুঞ্জন ফের ডালপালা মেলেছে। কারণ, চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। নতুন চুক্তি নবায়ন না করলে মৌসুম শেষে মেসি হয়ে যাবেন ফ্রি এজেন্ট।

মেসিকে পেতে এরই মধ্যে মরিয়া আমেরিকান সকারের ক্লাব ইন্টার মিয়ামি, সৌদি প্রো লিগের দল আল-হিলাল। যারা বড় অঙ্কের অর্থ খরচ করতে এক পায়ে দাঁড়ানো। শুধু মেসির মুখ থেকে হ্যাঁ শোনার অপেক্ষা তাদের। তবে, অনেকে মনে করছেন মেসি বার্সাতেই ফিরবেন। কিন্তু, ফেরার পথটা এখন আর সহজ নয়। যদি ফিরতে চান মেসি, তাহলে তাকে মানতে হবে নানান শর্ত!

বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভো গতকাল রোববার (২৬ মার্চ) তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, মেসিকে বার্সেলোনায় ফিরতে হলে মানতে হবে কমপক্ষে তিনটি শর্ত। এরপর বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বিবেচনা করে দেখবেন মেসির ফিরে আসার বিষয়টি।

বার্সেলোনা নয়, ফেরার ইচ্ছার কথা জানাতে হবে মেসিকে। মেসি সরাসরি না পারলেও তার এজেন্ট ও বাবা হোর্হে মেসি চাইলে বার্সার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তাছাড়া, বর্তমান বার্সা কোচ ও মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ কিংবা দলের অন্য কেউ মেসির জন্য সুপারিশ করেত পারবে। তবে, ক্লাব কোনোভাবেই সরাসরি প্রস্তাব পাঠাবে না।

বয়স ৩৫ হয়ে গেলেও পিএসজিতে অনেক বেশি বেতনে খেলছেন মেসি। বিশ্বকাপ জয়ের পর তার বেতনের চাহিদা বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক। চাহিদা মিটিয়েই তাকে পেতে মুখিয়ে আছে অনেক ক্লাব। কিন্তু বার্সেলোনায় প্রত্যাবর্তন করতে চাইলে উচ্চ বেতনের আশা বাদ দিতে হবে মেসিকে। নিজের চাহিদা নামিয়ে আনতে হবে তাকে।

কাতালান ক্লাবটিতে থাকাকালীন মেসিই ছিলেন অবিসংবাদিত নেতা। অধিনায়কত্ব থেকে শুরু করে দল নির্বাচন, ড্রেসিংরুম সবখানেই আধিপত্য ছিল তার। বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, যদি মেসি ফিরতে চান তাহলে তাকে বিবেচনায় রাখতে হবে আগের সেই জায়গাটা পাবেন না তিনি। রাখতে হবে নতুন নেতৃত্বে খেলার মানসিকতা। পাশাপাশি দলের উপর নিয়ন্ত্রণ থাকলেও সেটি থাকবে সীমিত পর্যায়ে।

সবমিলিয়ে বলা চলে, সরাসরি মানা করতে না পারলেও বার্সা কর্তৃপক্ষ শর্তের মারপ্যাঁচে বেঁধে দিয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরকে। তা’ও এমন কিছু শর্ত যা মেসির মতো একজনের সঙ্গে সম্পূর্ণ বেমানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি