শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » পেলে-ম্যারাডোনার পাশে স্থান পাচ্ছে মেসির ভাস্কর্য


পেলে-ম্যারাডোনার পাশে স্থান পাচ্ছে মেসির ভাস্কর্য


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০২৩

স্পোর্টস ডেস্ক:

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের তিন মাস পেরোলেও এখনও উদযাপন শেষ হয়নি মেসি-ডি মারিয়াদের। পাচ্ছেন একের পর এক সংবর্ধনা। এবার বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে সম্মান জানিয়ে বিশেষ ভাস্কর্য উন্মোচন করল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

গতকাল সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মান জানাতে কনমেবলের সদর দপ্তরে বিশেষ আয়োজন করা হয়। এতে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ হাতে মেসির ভাস্কর্যউন্মোচন করা হয়। মেসি নিজেই তার ভাস্কর্যউন্মোচন করেছেন। কনমেবলের সদর দপ্তরে দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার পাশে ঠাঁই হচ্ছে মেসির এই ভাস্কর্য।

ভাস্কর্য উন্মোচনের পর নিজের অনুভূতি জানিয়ে মেসি বলেন, ‘আমরা আসলে খুবই সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। এত ভালোবাসা পাচ্ছি। এটা সত্যিই অনেক বড় কিছু। আমি কখনও এমন কিছুর স্বপ্ন দেখিনি। ছোটবেলায় আমার স্বপ্ন ছিল–আমি যেটা পছন্দ করি, শুধু সেটা উপভোগ করা। একজন পেশাদার ফুটবলার হিসেবে এই জীবনটাই আমি সব সময় ভালোবেসেছি। আমি সব সময় উন্নতি করার চেষ্টা করেছি। এটা জানতাম, আমাকে অনেক দূর যেতে হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি