শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » টানা ব্যর্থতার দায়ে চাকরি হারালেন চেলসি কোচ পটার


টানা ব্যর্থতার দায়ে চাকরি হারালেন চেলসি কোচ পটার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০২৩

স্পোর্টস ডেস্ক:

নিয়োগের মাত্র ৭ মাস পরই কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করতে বাধ্য হলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি। শনিবার রাতে অ্যাস্টন ভিলার কাছে ঘরের মাঠেই ২-০ গোলে হেরে যাওয়ার পরই কোচকে বরখাস্ত করলো ব্লুজরা।

গত সেপ্টেম্বরে থমাস টুখেলের পরিবর্তে নিয়োগ পেয়েছিলেন গ্রাহাম পটার। এরপর ৩১টি ম্যাচ খেলেছে চেলসি পটারের অধীনে। এরমধ্যে ১১টি ম্যাচে হেরেছে চেলসি।

গ্রাহাম পটারের পরিবর্তে ব্রুনো স্যালটরকে অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি। যিনি পটারের সঙ্গেই ব্রাইটন অ্যান্ড হোব আলবিওনের দায়িত্ব ছেড়েছেন চেলসিতে যোগ দেওয়ার জন্য।

এক বিবৃতিতে চেলসির কো-কন্ট্রোলিং মালিক টড বোয়েহলি এবং বেহদাদ এগবালি বলেছেন, ‘এই ক্লাবের সবার পক্ষ থেকেই আমি গ্রাহাম পটারকে ধন্যবাদ জানাচ্ছি, চেলসি ক্লাবের হয়ে তিনি মূল্যবান সময় দিয়েছেন এবং খুব আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। কোচ এবং ব্যক্তি হিসেবে গ্রাহাম খুবই চমৎকার মানুষ। তবে আমাদের ক্লাবের যে প্রজেক্ট, এর সঙ্গে পটারের চিন্তা এবং দর্শনের মিল হচ্ছে না। এ কারণেই সম্পর্ক ছিন্ন করতে হবে।’

জানুয়ারির দল বদলে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজেকে প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড অর্থের বিনিময়ে কিনে নিয়েছিল চেলসি। শুধু তাই নয়, আরও বেশ কিছু ভালোমানের তারকার সমাবেশ ঘটিয়েছে তারা। তবুও, একের পর এক ম্যাচে পরাজয় চেলসি সমর্থকদেরও ক্ষুব্ধ করে তুলছিলো। সর্বশেষ অ্যাস্টনভিলার কাছে হারের পর প্রিমিয়ার লিগের টেবিলে ১১তম স্থানে চলে যায় তারা।

ইতিহাসে এত তলানিতে কখনো গিয়েছিল কি না চেলসি, সন্দেহ। এ কারণেই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর পল উইনসট্যান্টলি এবং লরেন্স স্টুয়ার্ট মিলে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। যে সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন ক্লাবের বোর্ড অব ডিরেক্টর সবাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি