বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফিলিস্তিনে সৌদি দূতাবাস স্থাপন করতে দেবে না ইসরায়েল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

নবনিযুক্ত রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি আম্মানে ফিলিস্তিনি দূতাবাসে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা মাজদি আল-খালিদির কাছে প্রয়োজনীয় কাজগপত্র জমা দেন।

জেরুজালেমে সৌদি আরবের দূতাবাস খুলতে দেবে না ইসরায়েল

ফিলিস্তিনে শনিবার প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ করেছে সৌদি আরব। তবে ইসরায়েল ঘোষণা দিয়েছে, দখলকৃত জেরুজালেমে সৌদি আরবকে কোনো কনুস্যলেট খুলতে দেবে না তারা।

দেশটির পররাষ্ট্রমন্ত্রি এলি কোহেল রবিবার ইসরায়েলি রেডিও ১০৩ এফএমের একটি অনুষ্ঠানে বলেন, ফিলিস্তিনে সৌদি আরবের কোনো দূতাবাস খুলতে দেবেন না। জেরুজালেম সশরীরে একজন কর্মকর্তা থাকবেন, আমরা এটি হতে দেব না।

প্রসঙ্গত, জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনের অনাবাসিক দূত ও কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদির কাছে ইতোমধ্যে তিনি তার পরিচয়পত্রের পেশও করেছেন।

তার পদবীতে জেরুজালেম থাকার অর্থ হলো এই শহরটিকে ইসরায়েল নয় ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব, যা যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমাদেশ মানে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি