মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ২৬ সেনা নিহত, হেলিকপ্টার বিধ্বস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। গত রোববার ভোরের এ হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ জন সদস্য নিহত হয়েছেন। নাইজেরিয়ার সামরিক বাহিনীর দুটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

দেশটির বিমানবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আহতদের উদ্ধারকারী একটি বিমান গতকাল সোমবার সকালে বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে কিছু বলা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন সামরিক কর্মকর্তা জানান, তাদের মন্তব্য করার অনুমতি নেই। এদের মধ্যে একজন বলেন, ‘আমরা ২৩ জন সেনা হারিয়েছি। এদের মধ্যে তিনজন অফিসারও আছেন এবং তিনজন সিভিলিয়ানস জেটিএফ। এ ছাড়া অভিযানে আহত হয়েছেন আরও আটজন সেনা।’

দ্বিতীয় কর্মকর্তাও একই হতাহতের সংখ্যা জানান। তিনি বলেছেন, ডাকাতদেরও ভারি হতাহতের ঘটনা ঘটেছে। তবে হতাহতদের বহনকারী একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

এই কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারে ১১ লাশ ও সাতজন আহত ছিলেন। দস্যুদের ছোড়া গুলিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। নাইজেরিয়ান মুখপাত্র নিশ্চিত করেছেন যে এমআই-১৭১ মডেলের হেলিকপ্টার উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি