শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১১৮ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০২৩

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের গত আসরের ফাইনালে খেলে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। কিউইদের হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শিরোপার স্বাদ পায় ইংরেজরা।

২০১৯ সালের বিশ্বকাপে ফাইনালে খেলা ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে আজ বিশ্বকাপের ১৩তম আসর শুরু।

বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্রিটিশদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান জমা করেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ব্যক্তিগত ১৪, ৩৩, ২৫ ও ১১ রান করে সাজঘরে ফিরেছেন ডেভিড মালান, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক ও মঈন আলি।

দলকে এগিয়ে নিচ্ছেন জো রুট। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক জস বাটলার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি