মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারের বল্লভপুর মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২৩

জামাল উদ্দিন দুলালঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযন্ত ভোট গ্রহণ এর মাধ্যমে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে পুরুষ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে ৪জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অপর দিকে সংরক্ষিত মহিলা ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে ১জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এতে সাইফুল ইসলাম প্রথম, মনিরুল ইসলাম ২য়, মোঃ জাহাঙ্গীর আলম ৩য় এবং মোঃ নজরুল ইসলাম খন্দকার ৪র্থ এবং সংরক্ষিত মহিলা মোসাঃ খালেদা বেগম নির্বাচিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকাল হতে বিকেল পর্যন্ত বিরতিহীন ভাবে বল্লভপুর স্কুলে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মোঃ সালেহ।
স্কুল সুত্রে জানা গেছে, দেবিদ্বারের বল্লভপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে পুরুষ ৬ জন এবং মহিলা ২ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

তারা হলেন মোঃ কবির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম , মোঃ নজরুল ইসলাম খন্দকার , মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ সামিমুল হক এবং সংরক্ষিত মহিলা হলেন মোসাঃ খালেদা বেগম, মোসাঃ হোসনেয়ারা বেগম। নির্বাচনে মোট ভোটার ৩৫৯ এতে কাস্ট হয়েছে ২৮৫ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণায় বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।

সাইফুল ইসলাম ২২৯ ভোট পেয়ে প্রথম, মনিরুল ইসলাম ২১০ ভোট পেয়ে ২য়, মো: জাহাঙ্গীর আলম ১৮৯ ভোট পেয়ে ৩য় এবং মোঃ নজরুল ইসলাম খন্দকার ১৫৬ ভোট পেয়ে ৪র্থ এবং মহিলা মোসাঃ খালেদা বেগম ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তবে পরাজিত প্রার্থীর মধ্যে মো: কবির হোসেন ১২৭ভোট পেয়েছে এবং মো: সামিমুল হক ৬৫ ভোট পেয়েছেন এবং সংরক্ষিত মহিলা মোসাঃ হোসনেয়ারা বেগম ৭৯ ভোট পেয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি