বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২৩

জামাল উদ্দিন দুলালঃ

গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সভায় দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে । সোমবার বেলা সাড়ে ১১টার কুমিল্লা – সিলেট মহাসড়কের নিউ মার্কেট স্বাধীনতা চত্ত্বরে দেবিদ্বার প্রেসক্লাব ও উপজেলা উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে।

মাববন্ধনে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার প্রেসক্লাবের সহ সভাপতি মো. মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ জামাল উদ্দিন দুলাল, মো.মাহমুদুল হাসান প্রমুখ। মানববন্ধনে সারা দেশে পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন দেবিদ্বারে কর্মরত সাংবাদিকরা।

বক্তব্যে কর্মরত সাংবাদিকরা বলেন, আমরা সবার কথা বলি, অথচ আমাদের কথা বলার কেউ নেই। গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক একটি সভায় গণমাধ্যমে কর্মরত বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার আরও ২১ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনে একজন সাংবাদিক মৃত্যু বরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। সাংবাদিকরা আরও কত প্রাণ দিলে এ পেশার সুরক্ষা নিশ্চিত হবে? গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে চাই, সরকারকে সাংবাদিকদের দায়িত্ব পালনে সুরক্ষা নিশ্চিত করতে আহবান জানান। আয়োজিত মানবন্ধনে এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার প্রেসক্লাবের মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আলম, আইটি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. মনির আহমেদ, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবুল বাসার, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক গোলাম রাব্বী প্লাবন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক মুন্সী, আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ উল্লাহ ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন কিবরিয়াসহ বিভিন্ন অনলাইন নিউজপোর্টাল, প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি