সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে বাস, নিহত ৩৬


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মীরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একাধিক। বুধবার সকালে রাজ্যটির ডোডা জেলায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। এটি কিস্তোয়ার থেকে ডোডার দিকে যাচ্ছিল। বাতোতে-কিস্তোয়ার জাতীয় সড়ক ধরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আসার নামক এলাকায় এটি দুর্ঘটনার মুখে পড়ে। প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায় বাসটি।

দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় বার এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো ডোডা জেলায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শোক প্রকাশ করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি