রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গাজায় মসজিদ ও পেট্রল স্টেশনে ইসরায়েলি বোমা হামলা, নিহত ৯


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক ডজন। আজ বৃহস্পতিবার ফিলিস্তিনের সংবাদসংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার একটি পেট্রল স্টেশনে বোমাবর্ষণ চালিয়েছে। সেইসঙ্গে খান ইউনিসের এক মসজিদে হামলা চালায় ইসরায়েল।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ১২০০। আহত হয় তিন হাজার।

এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে অন্তত ২৮ হাজার। টানা ৪১ দিন ধরে চলা এ যুদ্ধ সহসাই থামছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি