রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০২৩


ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-শিফা মেডিকেল হাসপাতাল এবং জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালের মতো বেসামরিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃ‌তিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েল বাহিনী হামলা চালিয়েছে। এতে নিরীহ শিশু ও নারীদের ক্রমবর্ধমান মৃত্যু ও হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে ইচ্ছাকৃতভাবে হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদের টার্গেট করে হামলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

জর্ডান ফিল্ড হাসপাতালে হামলার ফলে চিকিৎসা কর্মীদের আহত হওয়ার ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির প্রতি অবজ্ঞা করেছে ইসরায়েল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ এ ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে। ফিলিস্তিনে এ বর্বরোচিত রক্তপাত বন্ধে সম্মিলিত প্রচেষ্টায় যুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি জোরালোভাবে আহ্বান জানায় বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি