রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ‘নতুন মেসি’ এচেভেরিকে কেনার দ্বারপ্রান্তে ম্যানসিটি


‘নতুন মেসি’ এচেভেরিকে কেনার দ্বারপ্রান্তে ম্যানসিটি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০২৩

স্পোর্টস ডেস্ক:

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজির মতো ক্লাবকে পেছনে ফেলে নতুন লিওনেল মেসি খ্যাতি পাওয়া আর্জেন্টাইন তারকা ক্লদিও এচেভেরিকে দলে ভেড়াচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিভার প্লেট থেকে এচেভেরিকে উড়িয়ে আনা হচ্ছে বলে আর্জেন্টিনার বিখ্যাত ‘টিওয়াইসি স্পোর্টসের’ এক সাংবাদিকের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম।

টিওয়াইসি স্পোর্টের সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনযায়ী, পরবর্তী লিওনেল মেসি খ্যাতি পাওয়া ১৭ বছরের এচেভেরিকে পাওয়ার দৌঁড়ে এগিয়ে আছে সিটি। আগামী জানুয়ারির দলবদলেই এচেভেরিকে দলে ভেড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে ক্লাবটি।

আন্তর্জাতিক মঞ্চে এরই মধ্যে নিজের ঝলক দেখিয়েছেন এচেভেরি। বিশেষ করে সম্প্রতি হওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই তরুণ। টুর্নামেন্টে চতুর্থ হয়ে আর্জেন্টিনা বাড়ি ফিরলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন এচেভেরি।

এদুলের দাবি অনুযায়ী, সম্ভাব্য ভবিষ্যতের সুপারস্টারের জন্য রিভার প্লেটের সঙ্গে ২০ মিলিয়ন পাউন্ড বা ২৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে সম্মত হয়েছে ম্যানচেস্টার সিটি। চুক্তিতে বলা হয়েছে, এই মৌসুম পর্যন্ত রিভার প্লেটে থাকবেন এচেভেরি। এমনকি ২০২৪ সালের শেষ পর্যন্তও তাকে রেখে দেওয়া হতে পারে।

এচেভেরি ছাড়াও রিভার প্লেটের আরও দুই ফুটবলার অগাস্টিন রুবার্তো এবং ইয়ান সুবিয়াব্রেতের ওপরও নজর রাখছে সিটি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তারাও দলের হয়ে আলো ছড়িয়েছেন। তাদের প্রতিও নজর আছে ইউরোপের অন্যান্য ক্লাবগুলোর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি