রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ওয়ার্নারের বিদায়ী টেস্টের নতুন স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার


ওয়ার্নারের বিদায়ী টেস্টের নতুন স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০২৩

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার। অবশ্য, গত জুনেই সেটি জানিয়েছিলেন তিনি। সিডনিতে ওয়ার্নারের বিদায়ী টেস্টে দলও ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ার্নারসহ মেলবোর্ন টেস্টের দলই অপরিবর্তিত রেখেছে তারা।

দীর্ঘ ১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি মাঠে থেকেই টানতে পারছেন ৩৭ বছর বয়সী ওয়ার্নার। তাও নিজের ঘরের মাঠ সিডনিতে। ৩ ম্যাচের সিরিজে দলও এগিয়ে ২-০ ব্যবধানে। যদিও শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় তারা।

প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘মেলবোর্নের সেই একই দল সিডনিতে বহাল রেখেছে জাতীয় নির্বাচক প্যানেল। টেস্ট সিরিজটি হোয়াইটওয়াশ করতে চাই আমরা। ডেভিও ওয়ার্নারের ঘরের মাঠেই তার শেষ টেস্ট উদযাপন করবো আমরা।’

এই টেস্টের আগে টেস্টে ধারাবাহিক অফফর্মের কারণে বেশ চাপেই ছিলেন ওয়ার্নার। তবে পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সব সংশয় উড়িয়ে দেন তিনি। সেই টেস্টে ৩৬০ রানের বিশাল জয় পায় অজিরা। দ্বিতীয় টেস্টে কিছুটা লড়াই করতে পারলেও পাকিস্তান হেরে যায় ৭৯ রানে।

এই নিয়ে ঘরের মাঠে টানা ৪টি টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স দায়িত্ব নেওয়ার পর ১২ ম্যাচের ১০টিতেই জিতেছে অজিরা। এদিকে বিগত তিন দশকেও অস্ট্রেলিয়ায় জয় পায়নি পাকিস্তান। প্রথম জয়ের জন্য হন্যে হয়ে আছে দলটি।

অস্ট্রেলিয়া দল

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি