রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রংপুর রাইডার্সের অনুশীলনে সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০২৪


ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বিপুল ভোটে জয়ের মালা পড়ার পরও আনন্দ-উল্লাস করার সময় পাননি টাইগার অধিনায়ক। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে সোজা হাজির হন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ইনডোরে শুরু করেন নিজের বিপিএল প্রস্তুতি। এবার টুর্নামেন্টে নিজের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে অনুশীলন শুরু করেছেন সাকিব।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে রংপুর রাইডার্সের হয়ে অনুশীলন শুরু করেন সাকিব।

রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলামের নেতৃত্বে অনুশীলন করেন সাকিব। অনুশীলনের শুরুতে ব্যাট নিয়ে শ্যাডো প্র্যাকটিস করেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে গতকালই নিজেদের প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স।

অনুশীলনে ব্যাটিংয়ে বেশ মনোযোগ দিতে দেখা যায় সাকিবকে। দীর্ঘ সময় নেটে ব্যাট হাতে দেখা গেছে রাইডার্স অধিনায়ককে। গতকাল মিরপুরেও আঙুলের চোট কাটিয়ে ব্যাটিং অনুশীলন করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আসন্ন বিপিএলে সাকিব আল হাসান, বাবর আজম, নিকোলাস পুরান, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং এবং ওয়ানিন্দু হাসারাঙ্গারদের নিয়ে শক্তিশালী এক স্কোয়াড তৈরি করেছে রংপুর রাইডার্স।

আগামী ২০ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি