শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আল হিলাল থেকে বাদ পড়লেন নেইমার জুনিয়র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০২৪


ডেস্ক রিপোর্ট:

রেকর্ড গড়ে পিএসজি থেকে নেইমার জুনিয়রকে দলে ভিড়িয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। কিন্তু প্রো লিগের ক্লাবটির জার্সিতে খুব একটা খেলার সুযোগ পাননি ব্রাজিলিয়ান তারকা। বিশ্বকাপ বাছাইয়ে লড়াইয়ে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড। আর এ কারণে আল হিলালের চলতি খেলোয়াড় তালিকা থেকে বাদ পড়েছেন নেইমার।

ইনজুরির কারণে শুধু আল হিলালের হয়েই মাঠে নামতে পারবেন না নেইমার। আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকাতেও খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এবং ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই থেকে ডিফেন্ডার রেনান লোডিকে দলে ভিড়িয়েছে আল হিলাল। ব্রাজিলিয়ান তারকাকে বিদেশি কোটায় সুযোগ করে দিতেই নেইমারকে চলতি খেলোয়াড়ের তালিকা থেকে বাদ দিয়েছে আল হিলাল।

ইউরোপিয়ান সংবাদমাধ্যমে গুঞ্জন ডানা মেলেছিল আল হিলাল থেকে বাদ দেওয়া হচ্ছে নেইমারকে। কিন্তু ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমন সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। ইউরোপিয়ান দলবদল বিষয়ক বিশ্বস্ত সূত্র রোমানো জানান, ‘মূলত দলের বিদেশি খেলোয়াড় তালিকা ফাঁকা করতেই নেইমারকে তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছে আল হিলাল।’

ফুটবলের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আল হিলালের পর্তুগিজ কোচ জর্জ জেসুস। ইনজুরিতে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকাকালীন বিভিন্ন ধরনের পার্টি ও ক্রুজ শিপে সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন নেইমার। এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর ব্রাজিলিয়ান তারকার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক ফ্ল্যামেঙ্গো কোচ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি