শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গোমতীর ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০২৪

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির গৌরীপুর-লালপুর সড়কের প্রায় ২০০ মিটার অংশ গোমতী নদীতে ধসে পড়েছে। ভাঙন রোধে ব্যবস্থা না নিলে সড়কটি নদীতে বিলীন হয়ে যাবে বলে আশংকা স্থানীয়দের।

ইতিমধ্যে নদীর ভাঙনের কবলে পড়ে সড়কটির একাংশ নদীতে বিলীন হয়ে গেছে। সড়কটি দিয়ে এতোদিন ঝুঁকি নিয়ে যান চলাচল করলেও শনিবার থেকে ভাঙ্গন অংশে বন্ধ রয়েছে। এতে সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পুরো সড়কটি ভেঙে যাবে। এতে এলাকার ১৫/২০টি গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়বে।

স্থানীয় বাসিন্দারা জানান, গোমতী নদীর তীর ঘেঁষে গৌরীপুর ইউনিয়নের মৌলভীখালপাড়, চরমাহমুদ্দি গ্রামের পাশ দিয়ে চলে গেছে গৌরীপুর-লালপুর সড়ক। দুই সপ্তাহ আগে গৌরীপুর বাজারের পশ্চিমে মৌলভীখালপাড় গ্রাম সংলগ্ন পাকা সড়কের একাংশ গোমতী নদীতে ভাঙনের কবলে পড়ে। ইতিমধ্যে সড়কের ওই অংশের প্রায় ১৫০ মিটার জায়গা ভেঙে গেছে। সড়কের আরও কিছু জায়গায় ফাটল ধরেছে। সড়কটি দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ গৌরীপুর বাজার হয়ে, হাসপাতাল ও জেলা সদরে যাতায়াত করেন।

গত শনিবার(২০জানুয়ারী) সকালে সরেজমিনে দেখা গেছে, পাকা সড়কের প্রায়১৫০ মিটার জায়গা ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ভেঙে যাওয়ায় সড়ক সরু হয়ে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের ভাঙা অংশের আশপাশেও ফাটল ধরেছে। ভাঙ্গনরোধে বাঁশ ও গাছের ডালা দিয়ে কাজ করতে দেখা যায় চরমামুদ্দি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মুন্সিকে। তিনি বলেন, ‘আমার বাড়িতে যাওয়ার সড়কটি নদীতে ভেঙে যাচ্ছে। আশপাশের কিছু এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সড়কটি রক্ষার জন্য ভিপি সালাউদ্দিন রিপন ও গ্রামবাসীর সহযোগিতায় বাঁশ ও গাছের ডালা দিয়ে প্রাথমিকভাবে অটোরিকশা চলাচলের জন্য অস্থায়ীভাবে কাজ করতেছি। ভাঙন বন্ধ করা না গেলে সড়কের পর আমাদের বাড়িঘর ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই সড়কে ইজিবাইক চালক সুমন ও আক্কাস মিয়া বলেন, সড়কটির একাংশ ভেঙে যাওয়ায় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়ক সরু হয়ে যাওয়ায় একটি গাড়ি যাওয়ার সময় অন্য গাড়ি অপেক্ষা করতে হয়। রাতে ভাঙা সড়ক দিয়ে খুব সাবধানে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, কয়েক বছর ধরে গোমাতা নদীতে ভাঙছে। নদীর পাশ দিয়ে চলে যাওয়ায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে সড়কটি। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ প্রয়োজন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরীপুর ইউনিয়নের বাসিন্দা ভিপি সালাউদ্দিন রিপন বলেন, নবনির্বাচিত এমপি ইঞ্জিঃ আব্দুস সবুরকে ভাঙ্গন এলাকাটির পুরো বিষয়টি ছবি ও ভিডিওতে অবগত করেছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নোমান মিয়া, ভাঙ্গন এলাকাটি পরিদর্শন করে পুরো বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি ।

উপজেলা প্রকৌশলী খন্দকার আফসার হোসেন বলেন, গৌরীপুর- লালপুর সড়কটি প্রায় এককোটি ৩০ লাখ টাকা ব্যায়ে একবছর আগে সম্পন্ন করা হয়েছে। দু’টি স্থানে নদী ভাঙ্গনের বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করেছি। অর্থ বরাদ্দ পেলে ভাঙন রোধে প্রকল্প নেওয়া হবে। তবে আমরা জরুরি ভিত্তিতে কিছু করার চেষ্টা করব।

স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিঃ আব্দুস সবুর বলেন, ভাঙ্গনের বিষয়টি স্থানীয়দের নেতাদের মাধ্যমে অবগত হয়েছি।
সড়কটি রক্ষায় ভাঙ্গনরোধে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলেছি। ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত ও ভাঙ্গন প্রতিরোধে দ্রুত কাজ শুরু করা হবে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি