শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে থামছেই না নির্বাচন পরবর্তী হামলা-মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০২৪

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার দেবিদ্বারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী ও সাবেক সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা-মামলার অভিযোগ উঠেছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের অফিসসহ নির্বাচন পরবর্তীতে শতাধিক বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া মিথ্যা মামলা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ও তার সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচনের দিন বিকেলে খলিলপুর গ্রামের জসিম উদ্দিন নামে এক ব্যক্তির খড়ের স্তুপ পুড়ানো, গালিগালাজ ও হুমকির অভিযোগে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক সহ ৭৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে৷ যাদের সবাই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ৪ ইউপি সদস্য।

শুক্রবার দেবিদ্বার থানায় মামলাটি দায়ের করা হয়। এসব মামলা ও হামলা উদ্দেশ্যে প্রনোদিত বলছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক।

তিনি জানান, ‘নির্বাচনের দিন বিকেলে আমরা ভোট গননা নিয়ে ব্যস্ত ছিলাম। মামলায় যাদের আসামী করা হয়েছে, তারা বিভিন্ন গ্রামের। তারা তাদের গ্রামের কেন্দ্রের দায়িত্ব পালন করছিলো৷ তাহলে তারা কিভাবে তখন হামলা করেছে, খড়ের স্তুপ পুড়িয়েছে? মিথ্যা মামলায় আমরা এখন ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি’।

এদিকে, নির্বাচন পরবর্তীতে উপজেলার বিভিন্ন গ্রামে হামলার স্থান পর্যবেক্ষণ করেছেন সাবেক সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। বিজয়ী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তিনি বলেন,’নির্বাচনের পর পাঁচ শতাধিক নেতাকর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছে৷ হাজারো নেতাকর্মী হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন৷ বিএনপির নেতাকর্মীদের সাথে মিলে আওয়ামী লীগের লোকদের উপর এসব হামলা স্বতন্ত্র প্রার্থীর লোকজন করছেন’। এসময় নৌকার সমর্থকদের দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, ঘটনা সত্য। তাই মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি