বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরে যাওয়া নিয়ে যা বলছেন ক্যাসেমিরো


ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরে যাওয়া নিয়ে যা বলছেন ক্যাসেমিরো


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০২৪


ডেস্ক রিপোর্ট:

রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে অনেক বছর খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও ক্যাসেমিরো। এরপর দুজন জুটি বেধেছিলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও। তবে সেখান থেকে রোনালদো গতবছর পাড়ি জমান সৌদি প্রো লিগে। তার নতুন ঠিকানা আল-নাসরেও এবার ক্যাসেমিরোর সঙ্গে জুটি বাধার গুঞ্জন উঠেছে। তবে দীর্ঘদিনের সতীর্থ রোনালদোর দলে যোগদানের গুঞ্জন উড়িয়ে দিলেন এই ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার।

সৌদি আরবে যাওয়ার জল্পনা থামিয়ে তিনি ম্যানইউতে বেশ খুশি আছেন বলেও জানিয়েছেন। ২০২২ সালে রিয়াল ছেড়ে ক্লাবটিতে যোগ দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তৎকালীন দলবদলে কোচ এরিক টেন হাগের প্রধান পছন্দ ছিলেন। এরপর গত মৌসুমে ম্যানইউকে সেরা চারে রাখার পেছনে ক্যাসেমিরো অবদান অনেক। যদিও ইনজুরি ও নিষেধাজ্ঞায় মাঝে তিনি বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। এসব ঘটনা টেনে এনেই এবার তার সৌদিতে গন্তব্য পরিবর্তনের আলোচনা ওঠে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম এমবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাসেমিরো বলছেন, ‘এটা (ম্যানইউ) দারুণ জায়গা। এখানে আসার প্রথম দিন থেকেই ক্লাব, ফুটবলার ও সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। মাঠ ও বাইরে অনেক ভালোবাসা পেয়েছি আমি। জাদুকরী অভিজ্ঞতা এটি, এমন অভিজ্ঞতা আমার আরও প্রয়োজন। এখানকার পুরো পরিস্থিতি নিয়ে আমি খুশি এবং ক্লাব আমাকে ভালো প্রস্তাব দিয়েছে।’

গত নভেম্বরে চোটের কবলে পড়েছিলেন ব্রাজিলের এই অধিনায়ক। বর্তমানে তিনি ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। তিনি যে সহসাই ক্লাব পরিবর্তন করবেন না– সেটি তার কথাতেই ইঙ্গিত পাওয়া যায়, ‘আমি এখানে খুশি এবং দলের উন্নতিতে আরও ভূমিকা রাখতে চাই। যা মাধ্যমে ম্যানইউ’র অর্জনের পথ সুগম হবে।’

কিছুদিন আগে দুবাইতে দেখা হয়েছিল সাবেক দুই সতীর্থ রোনালদো ও ক্যাসেমিরোর। সেখানে দুজনেই গ্লোব সকার অ্যাওয়ার্ড পেয়েছেন। এরপরই মূলত ব্রাজিলিয়ান তারকার দলবদলের গুঞ্জন ওঠে। যা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলেছিল, ৩১ বছর বয়সী ক্যাসেমিরো ও ওয়ান-বিশাকার সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাব্যতা যাচাই করতে ইউনাইটেডের ফুটবল ডিরেক্টর জন মুরতাঘ সৌদি আরবে অবস্থান করছেন। ক্যাসেমিরোর জন্য রোনালদোর ক্লাব চোখ কপালে তোলার মতো বেতন প্রস্তাব করেছে বলে জানা গেছে। আল-নাসরে যোগ দিলে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার সপ্তাহপ্রতি ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ২৪ লাখ ৭৬ হাজার টাকা বেতন পাবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে ক্যাসেমিরোর সাম্প্রতিক মন্তব্যের পর আপাতত সেই খবর আর সত্যি হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে। এই তারকার অধীনেই একাডেমি থেকে ওঠে আসা তরুণ মিডফিল্ডাররা প্রশিক্ষণ পাবে বলে আশা করছে ম্যানইউ। সেজন্য খুব দ্রুতই টেন হাগের ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন ক্যাসেমিরো। আগামীকাল (সোমবার) তাদের দল এএফএ কাপের ম্যাচে নিউপোর্ট কাউন্টির বিপক্ষে নামবে। এই ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তারকা মিডফিল্ডারের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি