শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রথম বোলার হিসেবে সাউদির রেকর্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০২৪

ডেস্ক রিপোর্ট:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে স্বাগতিক দুই ক্রিকেটার কেইন উইলিয়ামসন ও টিম সাউদি একসঙ্গে শততম টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে একশ টেস্ট খেলার নজির অবশ্য অনেকেরই আছে। তবে প্রথম কোনো বোলার হিসেবে তিন ফরম্যাটেই একশ ম্যাচ খেলার নজির গড়েছেন সাউদি।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই একশ ম্যাচ খেলার নজির খুব বেশি ক্রিকেটারের নেই। সবমিলিয়ে চারজন ক্রিকেটারের আছে এমন কীর্তি। সেই তালিকায় শেষ নাম যোগ করলেন এই কিউই পেসার। সাউদির আগে এখন পর্যন্ত তিন ফরম্যাটে শততম ম্যাচ খেলার রেকর্ড ছিল আরেক কিউই ব্যাটসম্যান রস টেইলর, ভারতীয় তারকা বিরাট কোহলি ও অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চে চলমান টেস্ট ঘটনাচক্রে কিউই দলের দুই তারকা সাউদি এবং উইলিয়ামসন ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। এর আগে তারা দুজন কাকতালীয়ভাবে একসঙ্গে ৫০তম টেস্ট ম্যাচও খেলেছিলেন। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই নজির গড়েছিলেন সাউদি-উইলিয়ামসন। তবে ক্রিকেট ইতিহাসে এ ধরনের ঘটনাও প্রথম নয়। এর আগে আরও তিনবার একসঙ্গে মাইলফলক টেস্ট ম্যাচ খেলার নজির রয়েছে।

২০০০ সালের আগস্ট মাসে ম্যানচেস্টার টেস্টে প্রথম বার ঘটেছিল এমন ঘটনা। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সেই টেস্টে অ্যালেক স্টুয়ার্ট এবং মাইকেল আথারটন তাদের শততম টেস্ট খেলেছিলেন। দ্বিতীয় ঘটনা ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে ঘটেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে নিজেদের শততম টেস্ট একসঙ্গে খেলেছিলেন স্বাগতিক দুই তারকা শন পোলক এবং জ্যাক ক্যালিস।

নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার নজির গড়লেন সাউদি। এর আগে স্টিফেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম, ড্যানিয়েল ভেট্টোরি এবং রস টেইলরের একই কীর্তি রয়েছে। ক্রিকেটের ইতিহাসে সাউদি ৭৯তম ক্রিকেটার, যিনি ১০০তম টেস্ট খেললেন। তিন ফরম্যাটেই আলাদাভাবে একশটির বেশি উইকেটও রয়েছে সাউদির। যার প্রথম কীর্তি ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। তারপর দ্বিতীয় বোলার হিসেবে এমন কীর্তি রয়েছে এই কিউই পেসারের।

উল্লেখ্য, তিন ফরম্যাটে একশ ম্যাচ খেলার প্রথম নজির ছিল টেইলরের। বর্তমানে অবসরপ্রাপ্ত এই ব্যাটসম্যান ১১২টি টেস্ট, ২৩৬ ওয়ানডে ও ১০২টি টি-টোয়েন্টি খেলেছেন। এছাড়া তালিকায় থাকা বিরাট কোহলি খেলেছেন ১১৩ টেস্ট, ২৯২ ওয়ানডে এবং ১১৭টি টি-টোয়েন্টি। অজিদের হয়ে টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেওয়া ওয়ার্নার ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১০৩টি টি-টোয়েন্টি খেলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি