শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সমুদ্রপথে গাজা উপত্যকায় পৌঁছাল ২০০ টন খাবার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৩.২০২৪


ডেস্ক রিপোর্ট:

সাইপ্রাস থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০০ টন খাবার নিয়ে একটি জাহাজ পৌঁছেছে। আজ শুক্রবার (১৫ মার্চ) জাহাজটি গাজা উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর রয়টার্সের।

গাজার ক্ষুধার্ত জনগোষ্ঠীর জন্য সহায়তা প্রদানের ক্ষেত্রে সমুদ্রপথ খোলার যে প্রচেষ্টা, তার একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবেই এ সহায়তা পাঠানো হয়েছে। মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সহায়তা এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে এ কার্যক্রম চলছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাহাজে প্রায় ২০০ টন খাবার রয়েছে। গাজা উপকূলে নির্মাণাধীন একটি জেটির মাধ্যমে এসব খাবার দেওয়া হবে। এ ছাড়া আরেকটি জাহাজ শিগগিরই গাজার উদ্দেশে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।

তবে এসব ত্রাণসহায়তা কীভাবে এবং কখন দেওয়া সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। জাতিসংঘের ত্রাণসহায়তাবিষয়ক সংস্থাগুলো বলছে, যাদের এসব খাবার প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিতে বেশ বেগ পেতে হবে।

ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজায় ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। এমনকি গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন হাসপাতাল থেকে অনাহারে অনেক শিশুর মৃত্যুর খবর আসছে। এমন পরিস্থিতিতে নতুন সমুদ্রপথ খোলার বিষয়টি সফল হলে গাজার খাবার সংকট কিছুটা হলেও কমতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি