মঙ্গলবার,৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


লিটন দাসের ব্যর্থতা কাটাতে যে পরামর্শ পাপনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০২৪


ডেস্ক রিপোর্ট:

শ্রীলংকার পর চলমান জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও তার ওপর এখনো ভরসা রেখেছে বিসিবি। এরই মাঝে লিটনকে নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ। ম্যাচটিতে মাত্র ১ রান করে বিদায় নেন লিটন দাস। সেই বিষয়ে শনিবার কথা বলেছেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, লিটনকে নিয়ে আমরা সবাই জানি, তার মেধা আছে। বেশ কিছুদিন ধরেই সে ফর্মের বাইরে। তাকে নিয়ে জালাল (ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস) ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমি নিশ্চিত যে ব্যাটিং কোচ যে আছেন আমাদের, তার সঙ্গেও কথা বলতে বলা হয়েছে। বলেছি তার (লিটনের) ওপর বিশেষ নজর দিয়ে দেখতে যে সমস্যাটা কোথায়।

রোববার সিরিজের দ্বিতীয় টি-২০তে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচটিও মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি