কোহলির শক্তিশালী ছক্কায় চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল ভেঙে গেল
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ বিপক্ষে টেস্ট ম্যাচের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার। এর আগে নিজেদের ফিটনেস আর দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন ভারতের ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলরা ব্যাটিং অনুশীলনে ব্যস্ত, আর যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা বোলিংয়ে মনোযোগ দিচ্ছেন।
কিন্তু কোহলি সবসময়ই একটু আলাদা। প্রায় আট মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছেন, তাই নেটে বেশ সময় দিচ্ছেন তিনি। ডিফেন্সিভ ব্যাটিংয়ের পাশাপাশি আগ্রাসী শটেরও অনুশীলন করছেন কোহলি। চার-ছক্কার ধুমধারাক্কা মেরে নেটে ঝড় তুলেছেন।
কোহলির এমন এক ছক্কায় চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেয়াল ফুটো হয়ে গেছে! সেই শটের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ইন্টারনেট ব্যবহারকারী ভিডিওতে মন্তব্য করেছেন, ‘চিপকে (চেন্নাইয়ের যেখানে এম এ চিদাম্বরম স্টেডিয়াম অবস্থিত) অনুশীলনে ছক্কা মেরে বিরাট কোহলি দেয়াল ফুটো করে ফেলেছেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘গোট (সর্বকালের সেরা) শাসন করতে আসছেন।’
একজন মন্তব্যের মাধ্যমে জানিয়েছেন, ‘অনুশীলনের সময় বিরাট কোহলি ছক্কা মেরে চিপকের ভারতীয় দলের ড্রেসিংরুমের দেয়াল ফুটো করে দিয়েছেন।’