বৃহস্পতিবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের প্রতিশোধের হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০২৪

ইরানের সামরিক ঘাঁটিতেইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের প্রতিশোধের হামলা

ডেস্ক রিপোর্ট:

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইরানের সামরিক স্থাপনায় আঘাত হানছে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। শনিবার (২৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আল জাজিরার বরাতে জানা গেছে, তেহরানে একাধিকবার বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রীয় এলাকায় বিমান প্রতিরক্ষার সাইরেনও বাজতে শোনা গেছে।

ইসরায়েলের নিউজ চ্যানেল ১২-এর মতে, ইসরায়েল দ্বিতীয় দফায় ইরানে হামলা চালাচ্ছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে, জনগণ ও ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে।

অন্যদিকে, ইরান সরকারের পক্ষ থেকে এখনো এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। হামলায় ইরানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কেও এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই ঘটনার পরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেন। এরপরই ইরানে ইসরায়েলের হামলার খবর সামনে আসে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানে এই হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই, তবে প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি