তিউনিসিয়ার উপকূলে উদ্ধার হলো ১৬ জন অভিবাসীর ম’রদেহ
তিউনিসিয়ার উপকূলীয় এলাকায় অন্তত ১৬ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। মালোলেচ, সালাকতা এবং চেব্বা শহরের নিকটে অবস্থিত উপকূল থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা হোসেম এডিন জেবালি রয়টার্সকে জানিয়েছেন, “সোমবার উপকূলীয় এলাকা থেকে ১৬ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক দিন ধরে পানিতে ভেসে থাকার কারণে মরদেহগুলোতে পচন ধরেছে, ফলে সেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”
এর আগে, গত মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় তিউনিসিয়ার জেরবাত এলাকায় একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন শিশুসহ অন্তত ১৫ জন তিউনিশিয়ান নাগরিক প্রাণ হারান এবং কমপক্ষে ১০ জন নিখোঁজ হয়।
গত মাসে তিউনিসিয়ার একই এলাকা থেকে সাব-সাহারান আফ্রিকার ১৩ জন অভিবাসীর মৃতদেহও উদ্ধার করা হয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে তিউনিসিয়ার উপকূলে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটছে। পাশাপাশি, তিউনিসিয়া এবং লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টা বেড়ে গেছে। গত কয়েক বছরে হাজার হাজার মানুষ বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পার হতে চেষ্টা করেছেন।
ইউরোপে যাওয়ার ইচ্ছুক অভিবাসীদের জন্য তিউনিসিয়া বর্তমানে অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা আফ্রিকার এই দেশে এসে নৌকায় চেপে বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।