আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম
ডলারের মান শক্তিশালী হওয়ায় স্বর্ণের দাম কমছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বর্ণের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
রয়টার্সের একটি প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রতি আউন্স (এক আউন্স = ২৮.৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয়েছে ২,৫৯৭.৯১ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১০ হাজার ৮০৯ টাকা।
স্বর্ণের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, স্বর্ণের দাম শতকরা ০.৯ শতাংশ কমেছে এবং ২০ সেপ্টেম্বরের পর এই প্রথমবার স্বর্ণ এই দামে বিক্রি হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার পর্যবেক্ষণ সংস্থা কেসিএম ট্রেডের শীর্ষ বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে জানিয়েছেন, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন ও তার ফলাফল ডলারের মানকে শক্তিশালী করেছে। স্বর্ণের দামের এই পতনের প্রধান কারণ ডলারের মান বৃদ্ধি।
ডলারের মান বৃদ্ধির একটি কারণ হিসেবে বিটকয়েনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক লেনদেনে বিটকয়েন ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছেন। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক লেনদেনে বিটকয়েনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ডলারের মানকে আরও শক্তিশালী করেছে।
মার্কিন স্বর্ণ বাজার বিশ্লেষক সংস্থা বেরেনবার্গ জানিয়েছে, বিটকয়েনের ব্যবহার যদি এভাবে বাড়তে থাকে, তাহলে ২০২৫ সালের মধ্যে স্বর্ণের দাম স্থিতিশীল থাকতে পারে, তবে চাহিদায় তেমন পরিবর্তন আসবে না। ফলে স্বর্ণের দাম খুব বেশি হ্রাস পাওয়ার সম্ভাবনা নেই।