‘কাঙ্গুভা’ বক্স অফিসে কেমন দাপট দেখাচ্ছে
চলতি বছরের আলোচিত সিনেমার একটি ‘কাঙ্গুভা’। সিনেমাটি মুক্তির আগে থেকেই চলছিল নানান আলোচনা। অবশেষে দক্ষিণ ভারতের অভিনেতা সুরিয়া ও ববি দেওল অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘কাঙ্গুভা’। বৃস্পতিবার (১৪ নভেম্বর) মুক্তি পেয়েছে বিগ বাজেটের এই সিনেমা। আর মুক্তি পেয়েই বক্স অফিস রীতিমত তোলপাড় করে তুলেছে এই সিনেমা।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দুই দিনে বিশ্বব্যাপী ‘কাঙ্গুভা’র বক্স অফিস আয় করেছে ৫৬ কোটি রুপি।মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী এই সিনেমার আয় করেছে ৪০ কোটি রুপির বেশি। যা চলতি বছর মুক্তি প্রাপ্ত তামিল সিনেমা হিসেবে প্রথম দিনের আয়ের দিক থেকে বর্তমানে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। এছাড়াও দ্বিতীয় দিনে সিনেমাটি বিশ্বব্যাপী করেছে ১৬ কোটি রুপি।
সিনেমাটির পোস্টার আসার পর থেকেই এর মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। তবে সিনেমাটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে নেটিজেনদের কাছ থেকে। কেউ বলছেন সিনেমাটি সাসপেন্স আর অ্যাকশনে ভরপুর আর কেউ বলছেন গল্পটা আরও ভালো হতে পারতো। তবে বেশির ভাগ দর্শক বলছেন সুরিয়া চমৎকার অভিনয় করেছেন। ববি দেওলও এই সিনেমায় অভিনয়ের প্রশংসা পাচ্ছেন।
শিভা পরিচালিত ‘কাঙ্গুভা’ সিনেমাটি প্রযোজনা করেছে স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশনস। সিনেমাটিতে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে দেখা গেছে। সুরিয়া ও ববি দেওল ছাড়াও এই তালিকায় রয়েছেন দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়ান, কিচ্ছা সুদীপ, জগপতি বাবু, যোগী বাবু, সুরেশ চন্দ্র মেনন, প্রেম কুমার, দীপা ভেঙ্কট প্রমুখ। এতে সুরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে গুঞ্জন রয়েছে।