শপথের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প
আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এর আগেই তিনি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি চেয়েছেন। রিপাবলিকান পার্টির অভিজ্ঞ নেতা এবং সিনেটর লিন্ডসে গ্রাহাম এ তথ্য জানিয়েছেন। তিনি সম্প্রতি এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
বাইডেন প্রশাসন গত দুই মাস ধরে গাজায় যুদ্ধবিরতির জন্য সর্বোচ্চ চেষ্টা চালালেও সাম্প্রতিক সময়ে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এর ফলে এই সংকট সমাধানে ট্রাম্পের পদক্ষেপকে কেন্দ্র করে নতুন আশার আলো দেখা দিয়েছে।
ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন গাজার পরিস্থিতি নিয়ে ভিন্ন পন্থা নিতে পারে। বিশেষ করে, যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন কৌশল তৈরি হতে পারে।
লিন্ডসে গ্রাহাম বলেন, ট্রাম্প অভিষেকের আগেই গাজায় যুদ্ধবিরতি চান এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে চান। বর্তমানে হামাসের কাছে ১০১ জন জিম্মি রয়েছে, যার মধ্যে সাত জন মার্কিন নাগরিক। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মতে, এদের মধ্যে হয়তো অর্ধেক এখনও জীবিত।
গাজা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত এক বছরে ইসরায়েলি হামলায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।