শনিবার,১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পেলেন এমবাপ্পে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০২৪

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পেলেন এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট:

তারকা ফুটবলারদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন কিছু নয়। অনেক সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিতর্কিত করতে এমন অভিযোগ আনা হয়। আবার কিছু তারকা সত্যিই ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত হন, এবং তাদের শাস্তিও হয়। অনেকের তো এই অভিযোগে ক্যারিয়ারই শেষ হয়ে যায়।

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে অবশ্য এই ক্ষেত্রে ভাগ্যবান বলা যায়। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে।

গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে ভ্রমণকালে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। তবে এমবাপ্পে প্রথম থেকেই এ অভিযোগ অস্বীকার করেছিলেন। এখন আনুষ্ঠানিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা।

এমবাপ্পের বিরুদ্ধে অভিযোগ উঠার পরপরই তদন্ত শুরু হয়। কিন্তু তার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় তদন্ত প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে ঘটিত ওই ঘটনায় তদন্ত চালানোর মতো পর্যাপ্ত প্রমাণ তাদের কাছে নেই।

তিনি বলেন, “তদন্ত চলাকালীন সময় একজন সুপরিচিত ব্যক্তিকে যৌন নিপীড়ন এবং ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন হিসেবে রাখা হয়েছিল। তবে আমার মূল্যায়ন অনুযায়ী, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ নেই। তাই তদন্ত কার্যক্রম বন্ধ করা হলো।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি