শনিবার,২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ


ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০২৪

ইয়েমেনে ইসরায়েলের ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক হামলা

পূর্বাশা ডেস্ক:

ইসরায়েলি বাহিনী ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। জ্বালানি ও তেল স্থাপনাগুলো ছাড়াও ইয়েমেনের একটি বন্দরে ইসরায়েলি বাহিনী হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগর হোদেইদাহতে বৃহস্পতিবার ভোরে একাধিক হামলা চালানো হয়েছে। সানায় দুটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা এবং হোদেইদাহতে একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইয়েমেন কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হুতি গোষ্ঠীর সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলকে লক্ষ্য করে হুতি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রের কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টা হামলা চালায় ইসরায়েল। উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে।

এই যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী অন্তত ১০০টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলও নিয়মিত হামলা চালিয়ে আসছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি