শুক্রবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ায় বিশেষ অভিযান: আটক ৭৭০ জনের মধ্যে বাংলাদেশি ৩৭৭


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০২৫

মালয়েশিয়ায় বিশেষ অভিযান: আটক ৭৭০ জনের মধ্যে বাংলাদেশি ৩৭৭

মালয়েশিয়ায় বিশেষ অভিযান: আটক ৭৭০ জনের মধ্যে বাংলাদেশি ৩৭৭

আন্তর্জাতিক ডেস্কঃ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। এতে ৭৭০ জন বিদেশি আটক হয়েছেন, যাদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি।

মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বারনামা জানিয়েছে, মঙ্গলবার রাতের এ অভিযানে হঠাৎ বিপাকে পড়েন অভিযুক্তরা। কেউ ভবনের ছাদে, কেউ টেবিলের নিচে, আবার কেউ ব্যবসাপ্রতিষ্ঠানে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাইকেই আটক করা হয়।

অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে টানা তিন সপ্তাহ নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন,

“সামাজিক অনুষ্ঠানের আড়ালে বিদেশিরা সেখানে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। অভিযানে সিসিটিভি-সজ্জিত একটি অনলাইন জুয়া কেন্দ্রও শনাক্ত করা হয়েছে এবং সাতজনকে হাতেনাতে ধরা হয়েছে।”

অভিযানে অংশ নেন ১০৬ জন সরকারি কর্মকর্তা। তারা মোট ২ হাজার ৪৪৫ জনের নথিপত্র যাচাই করেন, যাদের মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি। যাচাই শেষে ৭৭০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া, বৈধ নথি না থাকা, জাল বা অস্বীকৃত পরিচয়পত্র ব্যবহারসহ একাধিক অভিবাসন-সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

অভিবাসন কর্মকর্তারা জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৩৭৭ জন, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন (পুরুষ ১৭ ও নারী ২) এবং অন্যান্য দেশের আটজন (পুরুষ ২ ও নারী ৬) রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।

প্রাথমিকভাবে সবাইকে পুত্রজায়া অভিবাসন দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে বিস্তারিত তদন্তের জন্য বুকিত জলিল ও লেংগেং ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।

বসরি ওসমান আরও বলেন,

“এ ধরনের অভিযান চলমান থাকবে। আমরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়াব, যাতে মালিকরা কেবল অনুমোদিত কোটার মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগ দেন।”

উল্লেখ্য, দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি পেতে দক্ষিণ এশিয়ার অনেক অভিবাসী মালয়েশিয়ায় আসেন। তারা সাধারণত নির্মাণ, বাগান ও ঝুঁকিপূর্ণ খাতে কাজ করেন—যেসব কাজে স্থানীয়রা আগ্রহ দেখান না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি