শুক্রবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


আইফোন ১৭ সিরিজের লঞ্চ হচ্ছে আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০২৫

আইফোন ১৭ সিরিজের লঞ্চ হচ্ছে আজ

আইফোন ১৭ সিরিজের লঞ্চ হচ্ছে আজ

ডেস্ক রিপোর্টঃ

অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ আজ (৯ সেপ্টেম্বর) লঞ্চ হতে যাচ্ছে। কয়েক মাস আগে থেকেই এ ঘোষণা দিয়েছিল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তাই নতুন মডেলের জন্য পুরো বিশ্বের অ্যাপলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন।

ইভেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) শুরু হবে অনুষ্ঠানটি। লাইভ সম্প্রচার দেখা যাবে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও অ্যাপল টিভি অ্যাপে। অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই অ্যাপটি ব্যবহার করে অনুষ্ঠান দেখা যাবে।

অ্যাপলের এই ‘অ্যাওয়ে ড্রপিং’ ইভেন্টের প্রধান আকর্ষণ হবে আইফোন ১৭ সিরিজ। ধারণা করা হচ্ছে, এবারও চারটি মডেল ঘোষণা করবে অ্যাপল—
আইফোন ১৭
আইফোন ১৭ প্রো
আইফোন ১৭ প্রো ম্যাক্স
আইফোন ১৭ এয়ার

এর মধ্যে নতুন সংযোজন আইফোন ১৭ এয়ার, যা গত বছরের আইফোন ১৬ প্লাসকে প্রতিস্থাপন করবে।
গুঞ্জন রয়েছে, আইফোনের সঙ্গে অ্যাপল নতুন কিছু অ্যাক্সেসরিজও উন্মোচন করবে। এর মধ্যে রয়েছে টেকওভেন কেস এবং ক্রসবডি স্ট্র্যাপ।

শুধু আইফোন নয়, এবারের ইভেন্টে পুরো অ্যাপল ওয়াচ লাইনআপের আপডেট আসতে পারে। ঘোষণার তালিকায় থাকতে পারে—
ওয়াচ সিরিজ ১১
ওয়াচ আল্ট্রা ৩
ওয়াচ এসই ৩

সব মডেলেই থাকবে নতুন এস১১ চিপ। এছাড়া প্রায় তিন বছর পর আসতে পারে এয়ারপডস প্রো (তৃতীয় প্রজন্ম)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি